কাচেরদেয়াল আপডেট :

আপনাদের অতি জনপ্রিয় বাংলাদেশি গ্লোবাল অনলাইন ম্যাগাজিন কাচের দেয়াল, নতুন আঙ্গিকে পুনরায় লাখ কোটি পাঠকের অনুরোধে প্রচারিত হচ্ছে, নিরপেক্ষ সংবাদ ও বিনোদন পেতে এখনি ফলো করুন ধন্যবাদ

কাচেরদেয়াল আপডেট :

আপনাদের অতি জনপ্রিয় বাংলাদেশি গ্লোবাল অনলাইন ম্যাগাজিন কাচের দেয়াল, নতুন আঙ্গিকে পুনরায় লাখ কোটি পাঠকের অনুরোধে প্রচারিত হচ্ছে, নিরপেক্ষ সংবাদ ও বিনোদন পেতে এখনি ফলো করুন ধন্যবাদ

কাচেরদেয়াল আপডেট :

আপনাদের অতি জনপ্রিয় বাংলাদেশি গ্লোবাল অনলাইন ম্যাগাজিন কাচের দেয়াল, নতুন আঙ্গিকে পুনরায় লাখ কোটি পাঠকের অনুরোধে প্রচারিত হচ্ছে, নিরপেক্ষ সংবাদ ও বিনোদন পেতে এখনি ফলো করুন ধন্যবাদ

গোপন দোষ অনুসন্ধান নিয়ে রাসূল সাঃ যে বার্তা দিয়েছে

আঘাতের ক্ষত ও ব্যথা দ্রুত সেরে যায়। কিন্তু কথার মাধ্যমে দেওয়া আঘাত ও ক্ষতের নিরাময় সহজে হয় না। যেদিক দিয়েই বিবেচনা করা হোক না কেন পৃথিবীর সকল মানুষ পরস্পর ভাই ভাই। তাই মানুষ একে অপরকে কিংবা এক মুসলমান অপর মুসলমানকে কষ্ট দিতে পারে না। কারণ পরস্পরকে কষ্ট দেওয়ার পরিণতি অত্যন্ত ভয়াবহ। মুসলমানকে কষ্ট দিতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন,وَالَّذِيْنَ يُؤْذُوْنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوْا فَقَدِ احْتَمَلُوْا بُهْتَانًا وَإِثْمًا مُبِيْنًا، ‘অপরাধ না করা সত্ত্বেও যারা মুমিন পুরুষ ও নারীদের কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে’ (আহযাব ৩৩/৫৮)। মুমিনকে কষ্ট দিতে নিষেধ করে রাসূল (ছাঃ) বলেন, ‘হে ঐ জামা‘আত! যারা মুখে ইসলাম কবুল করেছ, কিন্তু অন্তরে এখনো ঈমান মযবূত হয়নি। তোমরা মুসলমানদের কষ্ট দিবে না, তাদের লজ্জা দিবে না এবং তাদের গোপন দোষ অনুসন্ধানে প্রবৃত্ত হবে না। কেননা যে লোক তার মুসলিম ভাইয়ের গোপন দোষ অনুসন্ধানে নিয়োজিত হবে আল্লাহ তার গোপন দোষ প্রকাশ করে দিবেন। আর যে ব্যক্তির দোষ আল্লাহ প্রকাশ করে দিবেন তাকে অপমান করে ছাড়বেন, সে তার উটের হাওদার ভিতরে অবস্থান করে থাকলেও’। কবি বলেন, ‘তরবারির আঘাতের ক্ষতের প্রতিষেধক আছে, কিন্তু জিহবার ক্ষতের কোন প্রতিষেধক নেই’।[2] তাই কথার মাধ্যমে দেওয়া আঘাত মানুষ সবচেয়ে বেশী স্মরণে রাখে এবং এ আঘাত সর্বাধিক ব্যথাতুর হয়।

বাণিজ্য থেকে আরও পড়ুন