হাতে বাঁধাকপি, ফুলকপি, চাল, সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করতে দেখা গেছে জাতীয়তাবাদী মহিলা দলের।
বক্তারা বলেন, এই সরকার অবৈধ, আমরা আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চাই। সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করে লুটপাট করছে। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা প্রমাণ করেছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি রোধ করতে না পারলে সরকার ক্ষমতা ছেড়ে দিক
এ সময় বিক্ষোভকারীদের ‘ভাত দে নইলে গদি ছেড়ে দে’ স্লোগান দিতে দেখা গেছে।